কোরোনা ভীতি: আমদানি কমেছে ভিন রাজ্যের ও সামুদ্রিক মাছের - local fish sale high price
কোরোনা আতঙ্ক গোটা রাজ্যে ৷ কোরোনা ভীতির জেরে দক্ষিণ ভারত থেকে যে পরিমাণ মাছ রাজ্যে আসত, তা আর আসছে না ৷ বাজারে ভিন রাজ্য থেকে আসছে না সামুদ্রিক মাছের গাড়ি ৷ বাজারে সামুদ্রিক মাছের যোগানও তুলনামূলকভাবে খুব কম ৷ আর সেই কারণেই বাজারে স্থানীয় যে মাছ তার দাম হু হু করে বাড়ছে ৷ মুরগির মাংস খাওয়া ঠিক না, এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর থেকেই মাছ খাওয়া আরও বেড়েছ ৷ কিন্তু মৎস্যপ্রিয় বাঙালি মাছ খেতে গিয়েও দাম শুনে হোঁচট খাচ্ছে এখন ।