হিন্দু জাগরণ মঞ্চের জাতীয় পতাকা নিয়ে মিছিল ঘিরে বিতর্ক - জাতীয় পতাকা নিয়ে মিছিল ঘিরে বিতর্ক
কোরোনা সংক্রমণের সময় স্বাস্থ্যবিধি না মেনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার অভিযোগ উঠল হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধে। একইসঙ্গে এই সংগঠনের বিরুদ্ধে জাতীয় পতাকাকে অবমাননা করারও অভিযোগ উঠল ৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিন্দু জাগরণ মঞ্চ চুঁচুড়ার খাদিনামোরে মিছিল করে । জাতীয় পতাকার অবমাননার অভিযোগ আনেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । তাছাড়া পুলিশের অনুমতি ছাড়া স্বাস্থ্যবিধি না মেনেই হিন্দু জাগরণ মঞ্চ মিছিল করেছে বলেও তাঁর অভিযোগ ৷ হিন্দু জাগরণ মঞ্চের জেলা সম্পাদক পীযুষ ব্যানার্জি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন ৷ তাঁর দাবি, স্বাস্থ্যবিধি মেনেই মিছিল করা হয়েছে ৷ মিছিলে কোনওরকমভাবে জাতীয় পতাকার অবমাননা করা হয়নি বলেও তিনি দাবি করেন ৷