পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মুর্শিদাবাদে ফের কংগ্রেসের রাজ হবে : অধীর চৌধুরি - Adhir Chowdhury mocked Trinamool

By

Published : Jan 7, 2021, 8:33 PM IST

কান্দি শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে কান্দির পাখমাড়া ডোব এলাকা থেকে কান্দি থানার মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় । মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ অধীর রঞ্জন চৌধুরি । মিছিলের পর তিনি একটি জনসভায় অংশ নেন । সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি । বলেন, "দিদি এখন ফোনে, হোয়াটসঅ্যাপে, প্রশান্ত কিশোরের পকেটে থাকেন । 'দিদিকে বলো' নামটা ঠিক খেলল না । কোনওটাই ধোপে টিকছে না । স্বাস্থ্যবিমা নিয়ে নানান স্কিম করার পরও সাধারণ মানুষ তার কোনও সুবিধেই পাচ্ছে না ।" অন্যদিকে, মোদিকে আক্রমণ করে বলেন, "মোদিজি কোরোনা তাড়ানোর জন্য থালা বাজানো, আলো জ্বালানো কিছু করতেই পিছপা হলেন না । শেষে ভ্যাকসিনের কথা বললেন । কোরোনায় লকডাউন করে সর্বনাশ হল ভারতবাসীর । " পাশপাশি তিনি বলেন, "বাংলায় কংগ্রেস ও বামফ্রন্টকে ধ্বংস করে বিজেপির জন্য রাস্তা খুলে দিয়েছে তৃণমূল ।" তবে ফের মুর্শিদাবাদে কংগ্রেসের রাজ হবে ।" আজ জোর গলায় এমনই মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরি ।

ABOUT THE AUTHOR

...view details