ব্যানার ছেঁড়া নিয়ে বিতর্ক বনগাঁয় - বিজেপি
রাতের অন্ধকারে BJP-র বিজয়া সম্মিলনীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলের ঘটনা ৷ BJP-র অভিযোগ, তৃণমূল পায়ের তলার মাটি হারিয়েছে ৷ তাই রাতের অন্ধকারে এ কাজ করিয়েছে ৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ এ বিষয়ে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি শম্ভু দাস বলেন," ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র নেই ।"