Alimuddin Street Durga Puja : সম্প্রীতির এক অনন্য বার্তা আলিমুদ্দিন স্ট্রিটের দুর্গাপুজোয়
পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক মন ভাল করা ছবির দেখা মিলল কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটের দুর্গাপুজোয়। ছয়ের দশকে এই গলিতে শারদোৎসব হত। পরে নানা কারণে তা বন্ধ হয়ে যায় ৷ পরবর্তী সময়ে রাজ্য এবং রাজনীতির এপিসেন্টারে পরিণত হয় আলিমুদ্দিন স্ট্রিট ৷ আজানের সুর ও বৈদিক মন্ত্রোচ্চারণের পাশাপাশি বাস এখানে বলা যেতে পারে। চলতি বছরে দুর্গা পুজোর আগে আলিমুদ্দিন স্ট্রিটে বসবাসকারী তিনটি হিন্দু পরিবার স্থানীয় মুসলিম যুবকদের কাছে বন্ধ হয়ে যাওয়া পুজো ফের শুরু করার ইচ্ছা প্রকাশ করে ৷ আর সেই ইচ্ছেই রূপ পায় বাস্তবে মা দুর্গার অবয়বে । এবার এখানে ফের হচ্ছে দুর্গাপুজো৷ এ যেন হিন্দু-মুসলিম সম্প্রীতির এক অনন্য উদাহরণ৷ যেখানে তিন হিন্দু পরিবারের ইচ্ছে রূপায়নে এগিয়ে এসেছে স্থানীয় মুসলিম যুব সম্প্রদায় । ধর্মীয় অন্ধতা নয়, এখানে আলিঙ্গন বদ্ধ হয়েছে হিন্দু-মুসলিম সম্প্রীতি । আকারে বড় না হলেও আচার্য জগদীশ চন্দ্র বোস রোড ও আলিমুদ্দিন স্ট্রিটের সংযোগ স্থলের এই পুজো সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে ।