পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মুখ্যমন্ত্রী অবসর নিয়ে শান্তিতে কাটান, দরকারে কাশীতে ব্যবস্থা করে দেব : রাজু বন্দ্যোপাধ্যায় - cm will retire in peace

By

Published : Nov 30, 2020, 3:55 PM IST

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বাঁকুড়ার সভা থেকে বার্তা দিয়ে বলেন, "কর্মী হিসেবে আমিই দলের একমাত্র অবজ়ার্ভার । প্রতিটি ব্লকে কে কী করছে, কে কার সাথে যোগাযোগ রাখছে, তার প্রত্যেকটা হিসেব আমি এ টু জ়েড রাখছি ও রাখব ।" তিনি আরও বলেন, এবার জেলায় জেলায় প্রতিটি বুথের পর্যবেক্ষক হয়ে জেলায় জেলায় যাবেন। এতদিন কাজের চাপে তিনি এটা করতে পারেননি। আজ এই প্রসঙ্গে কটাক্ষ করে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,"আর তাঁকে জেলা সফরে না আসার পরামর্শ দেব । বয়স হয়েছে । কোরোনা আবহে তিনি বরং না বেরিয়ে বিশ্রাম নিন । শান্তিতে থাকুন । দরকারে কাশীতে ব্যবস্থা করে দেব।"

ABOUT THE AUTHOR

...view details