পুলিশের বিরুদ্ধে যা রিপোর্ট, বলতেও লজ্জা লাগে : মমতা - Mamata comments on Grievances against police in north bengal
উত্তরবঙ্গের তিন জেলায় পুলিশের বিরুদ্ধে জমা পড়া অভিযোগ সংক্রান্ত রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রিপোর্ট হাতে নিয়ে তিনি বলেন, "এই অভিযোগগুলির বেশিরভাগই এমন যা আমার পক্ষে বলা ঠিক হবে না ৷ শুনলে লজ্জা লাগবে ৷ আমার ইশারাই যথেষ্ট ৷ " আরও বলেন, "হচ্ছেটা কী ? মানুষ এত কমপ্লেন করে কেন ? SP-দের দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে ৷ DG-কে অবশ্যই তার দলের জন্য জবাবদিহি করতে হবে ৷ " DG-র হাতে জেলাভিত্তিক রিপোর্ট তুলে দিয়ে সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ দেখুন ভিডিয়ো...
Last Updated : Oct 23, 2019, 9:16 AM IST
TAGGED:
Today news on Mamata Meeting