কোনটা গ্রাম, কোনটা রাস্তা বোঝা যাচ্ছে না: মমতা - Odisha
আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রাজ্যে প্রধানমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সাহায্যে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করছি ৷ মেয়রকেও রেল ও নৌবন্দরে যোগাযোগ করতে বলেছি ৷ তাদের কাছে গাছ কাটার যন্ত্র থাকে ৷ সেইগুলি দিয়ে রাস্তা পরিষ্কারে সাহায্য করা যাবে ৷ ওড়িশার তরফ থেকেও সাহায্য করা হবে জানানো হয়েছে ৷ আমাদের লোকবল থাকলেও কিছুটা সময় লাগবে ৷ পৌরসভার কর্মী থেকে শুরু করে সবাই কাজ করছে ৷ জেলাগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ৷ গ্রামের রাস্তা কোনটা, বাড়ি কোনটা বোঝা যাচ্ছে না ৷ কালকে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক করা হয়েছে ৷ তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷’’
Last Updated : May 22, 2020, 12:40 PM IST