বারুইপুর সংশোধনাগারে বন্দী-সংঘর্ষ - বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার
কয়েদিদের সঙ্গে খারাপ ব্যবহার ও জোর করে টাকা চাওয়ার অভিযোগ জেলার ও সংশোধনাগারের কর্মীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার এই ইশুতে তপ্ত হয়ে ওঠে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার ৷ ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠে কয়েদিরা ৷ হাতাহাতি থেকে শুরু করে ইট-পাটকেল ছোড়াছুড়িও হয় ৷ 30 জন জেলকর্মীকে আটকে রাখে বন্দীরা ৷ আহত সাব-জেলার শ্যামল ভট্টাচার্য সহ অনেকে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
Last Updated : Mar 4, 2020, 4:03 PM IST