পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TMC BJP clash in Coochbihar: কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 5 - কোচবিহারের খবর

By

Published : Feb 1, 2022, 12:54 PM IST

তৃণমূল-বিজেপি সংঘর্ষে (clash between BJP and TMC) উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Coochbihar news) মাথাভাঙার হিন্দুস্থান মোড় এলাকা । সোমবার রাতের সংঘর্ষে উভয় পক্ষের 5 জন আহত হয়েছেন । তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গোটা ঘটনায় তৃণমুল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ৷ সোমবার রাতে তৃণমূল কর্মীরা বাজারে গেলে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা (BJP TMC clash) চালান বলে অভিযোগ । তৃণমুল নেতা অভিজিৎ রায় বলেছেন, বিজেপি তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে । থানাতেও এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে । তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে ৷ দলের নেতা ইন্দ্রজিৎ দেবের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করেন ৷ এই ঘটনায় বিজেপির একজন আহত হয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details