পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুষ্কৃতীদের হাতে জখম সিভিক ভলেন্টিয়ার - দুষ্কৃতীদের হাতে জখম সিভিক ভলেন্টিয়ার

By

Published : Jan 9, 2021, 7:38 PM IST

গতকাল রাতে খুকুড়দহ থেকে রোজকার মতো ডিউটি সেরে কাশিনাথপুরে বাড়ি ফিরছিলেন বিদেশ সাঁতরা নামে ওই সিভিক ভলেন্টিয়ার । পথে কুচামারি জানাপাড়ার কাছে একটি চার চাকার ভ্যানইঞ্জিন দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যান তিনি । চারজনকে মুখ বন্ধ অবস্থায় থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে শুরু হয় ধস্তাধস্তি, পরে ভ্যানের মধ্যে থাকা রড দিয়ে বিদেশের মাথায় আঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে পালায় দুস্কৃতীরা । খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ ঘটনাস্থানে গিয়ে আহত অবস্থায় তাঁকে ঘাটাল হাসপাতালে নিয়ে যায় । দুষ্কৃতীদের দ্বারা এমন হামলার ঘটনা এলাকায় প্রথম নয় । ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ । দুষ্কৃতীদের ধরতে এলাকায় চলছে তল্লাশি ।

ABOUT THE AUTHOR

...view details