পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগরে বিক্ষোভ - CITU WORKERS

By

Published : Jun 23, 2021, 9:25 PM IST

গত এক মাসে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে একাধিকবার ৷ দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও ৷ সে কারণে কৃষ্ণনগরের পথে নেমে বিক্ষোভ করলেন সিপিআইএমের সিআইটিইউয়ের কর্মীরা ৷ কৃষ্ণনগরের সদর হাসপাতালের মোড়ে ঘণ্টা খানেক ধরে চলে তাঁদের এই বিক্ষোভ ৷ মূল্যবৃদ্ধির পাশাপাশি ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়েও কাঠগড়ায় তুলেছেন তৃণমূল ও বিজেপি সরকারকে ৷ অন্যদিকে তৃণমূলের দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি নিয়েও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কর্মীরা ৷ অবিলম্বে সরকারকে মূল্য বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে হবে বলে দাবি তোলেন প্রতিবাদীরা ৷

ABOUT THE AUTHOR

...view details