"2021-এ দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়ে যাবে"
আগামী বছরেই দেশজুড়ে লাগু হয়ে যাবে নাগরিকত্ব সংশোধনী আইন ৷ সিএএ প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত । গতকাল বিকেলে বারাসত নবপল্লী সৃজন পার্ক এলাকায় 'গৃহ সম্পর্ক অভিযানে' আসেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ।