খুলল শপিং মল-রেস্তরাঁ, সংক্রমণ বাড়ার আশঙ্কায় কলকাতাবাসী
আরও কিছুটা শিথিল হল লকডাউন। আজ থেকে কলকাতা সহ গোটা রাজ্যে খুলে গেল শপিং-মল, রেস্তরাঁ । মানুষজন শপিংমলগুলিতে ভিড় শুরু করেছেন । আর এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন শহরবাসীদের একটা বড় অংশ । যদিও শপিংমলগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষজনকে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে । থার্মাল গান দিয়ে টেস্ট করা হচ্ছে শরীরের তাপমাত্রা । স্যানিটাইজ়ার দিয়ে হাত ধোয়ার পরেই ঢোকার অনুমতি পাচ্ছেন মানুষজন । কিন্তু সেটাই যথেষ্ট নয় বলে মনে করছেন কলকাতাবাসীর একটা বড় অংশ ।