পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

VIP পাস নিয়ে মমতার উলটো সুর চিরঞ্জিতের - মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 26, 2019, 8:51 AM IST

পুজোয় দর্শনার্থীদের জন্য VIP পাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উলটো সুর তৃণমূলের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর গলায় ৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে VIP পাস তুলে দেওয়ার ব্যবস্থা আদৌ টিকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি ৷ চিরঞ্জিৎ বলেন, "VIP পাস তুলে দিলে সেলিব্রিটিদের মুভমেন্টের ক্ষেত্রে অসুবিধা হয় ৷ তাঁদের অনেক ঝামেলার মুখে পড়তে হয় ৷ এই প্রথা বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয় ৷" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখোপাধ্যায়, উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় সহ আরও অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details