Andal Airport : অন্ডাল বিমানবন্দর পরিদর্শনে মুখ্যসচিব, দেওয়া হল 'গার্ড অব অনার' - হরিকৃষ্ণ দ্বিবেদী
বেসরকারি উদ্যোগে অন্ডালে তৈরি হওয়া বিমানবন্দরের একটি অংশ রাজ্য সরকারের । এখন অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুর সঙ্গে আকাশপথে যুক্ত হয়েছে । দ্রুত এই বিমানবন্দর যাতে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে । এই বিমানবন্দর ও বিমাননগরীকে সামনে রেখে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার অর্থনৈতিক উন্নয়নের কথা এবং নতুন নতুন শিল্প ও আইটি হাব তৈরির কথা ভাবছে রাজ্য সরকার । তাই সোমবার অন্ডাল বিমানবন্দর পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বিমানবন্দরে রাজ্যের মুখ্যসচিবকে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় 'গার্ড অব অনার' ৷ উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণপ্রসাদ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার নীলকান্তম সুধীরকুমার, দুর্গাপুরের মহকুমাশাসক শেখর কুমার চৌধুরী ৷ অন্ডাল বিমাননগরীর চারিদিকে গাড়ি করে ঘুরে দেখেন মুখ্যসচিব-সহ অন্যান্যরা ৷