"পাহাড়ে আগুন লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী", গুরুং প্রসঙ্গে মন্তব্য লকেটের - অমিতাভ মালিক
পাহাড়ে আগুন লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী । এককালে তিনিই গুরুং বিরোধী ছিলেন । মাঝখান থেকে পুলিশ কর্মী অমিতাভ মালিকের প্রাণ গেল । বিমল গুরুঙের প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় ।