বেলেঘাটায় অস্থায়ী চৌবাচ্চাতে ছটপুজো - আনন্দে ভাটা, বেলেঘাটায় অস্থায়ী চৌবাচ্চাতেই চলছে ছট পুজো
আদালতের নির্দেশে বন্ধ সুভাষ সরোবর। সেখানে ছটপুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। যার জেরে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। মানুষ জনের সঙ্গে গতরাত থেকে বারবার কথা বলেছে প্রশাসন। আর সেই সূত্রেই ছটপুজোয় যাঁরা ব্রতী হয়েছেন তাঁরা মেনে নিয়েছেন বিষয়টা। কাদাপাড়ায় তৈরি করা হয়েছে অস্থায়ী জলাশয়। সেই জলাশয়ে চলছে ছটপুজো।