চিতার হামলায় আহত রেঞ্জার, পালটা গুলিতে মৃত্যু চিতার - চিতার কামড়ে জখম রেঞ্জার
চিতার হানা ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানিতে । আটক করতে গিয়ে চিতার কামড়ে জখম রেঞ্জার সহ স্থানীয় চার বাসিন্দা। শেষ পর্যন্ত প্রথমে গুলি করে ও পরে পিটিয়ে মারা হয় চিতাটিকে । গুরুতর জখম ওই রেঞ্জার সঞ্জয় দত্ত শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভরতি । আজ ময়নাতদন্ত করা হবে চিতাটির ৷