পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্কুল কর্তৃপক্ষ নিয়ে ধোঁয়াশা, বিক্ষোভ অভিভাবকদের - school

By

Published : Nov 2, 2019, 5:27 AM IST

Updated : Nov 2, 2019, 7:36 AM IST

পুরুলিয়া শহরের সেন্ট পিটার্স স্কুলটি দুর্গাপুরের আন্ডার দা ম্যানেজমেন্ট অফ দ্য ডায়োসিস (CNI)-এর অধীনে ছিল l কিন্তু হঠাৎ করেই পুরুলিয়ার সেন্ট পিটার্স স্কুল কর্তৃপক্ষ নিজেরাই "পুরুলিয়া টাউন এসোসিয়েশন চার্চ" নামে একটি কমিটি গঠন করে এবং ঘোষণা করে দেয় তারা আর "Diocese" (ডায়োসিস)- এর অধীনে নেই । স্কুল কর্তৃপক্ষ কে ? তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অভিভাবকরা । অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় l প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । রাস্তাও অবরোধ করা হয় l খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ l পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Last Updated : Nov 2, 2019, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details