পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাংলাকে অচল করে দেওয়ার কথা প্ররোচনামূলক, BJP-কে আক্রমণ চন্দ্রিমার - it is persuasive to make bengal obsolete

By

Published : Oct 7, 2020, 8:24 PM IST

বাংলাকে অচল করে দেওয়ার কথা প্ররোচনামূলক ৷ এই কথা বলা গর্হিত অপরাধ । আইনিভাবে এর মোকাবিলা করতে হবে । যুব মোর্চার নবান্ন অভিযান নিয়ে এভাবেই আক্রমণ করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল যুব মোর্চার নবান্ন অভিযান। যদিও আগামীকাল জীবাণুমুক্ত করার কারণে নবান্ন বন্ধ থাকবে । চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "সুপ্রিম কোর্টের অর্ডারের পর বাংলা অচল করে দেওয়ার মতো প্ররোচনামূলক কথা বলা গর্হিত অপরাধ। আইনগতভাবে এর মোকাবিলা করতে হবে। " শশী পাঁজা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে সচল করেছেন। আর তাঁরা বাংলাকে অচল করবে। এই হলো তাঁদের বক্তব্য ও ভাবনা।"

ABOUT THE AUTHOR

...view details