পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনে অস্থায়ী জলাশয়ে মায়াপুরের ISKCON-এ চন্দন যাত্রা উৎসব - কোরোনাভাইরাসের খবর

By

Published : Apr 29, 2020, 8:08 PM IST

মায়াপুর ISKCON-এর পঞ্চতত্ত্ব মন্দিরের ভিতরে অস্থায়ী জলাশয় তৈরি করে শুরু হল চন্দন যাত্রা উৎসব। শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া চন্দন যাত্রা উৎসব চলবে এক মাস ধরে। গ্রীষ্মের দাবদাহে থেকে মুক্তি পেতে বিগ্রহের শরীরে চন্দন মাখিয়ে রাখা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই রাধা মাধবের বিগ্রহ নিয়ে নৌকা বিহার হয়। প্রতিবছর চন্দন যাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হয় প্রভুপাদ সমাধি মন্দিরের পাশের জলাশয়। এ-বছর লকডাউনের ফলে বেশি ভক্ত যাতে জমায়েত না হয়, সে-কথা মাথায় রেখেই প্রথা ও রীতি অনুযায়ী মন্দিরের ভেতরে অস্থায়ী জলাশয় তৈরি করে প্রতিদিন চলছে নৌকো বিহার ।

ABOUT THE AUTHOR

...view details