মানুষ এখনও লকডাউন মানছে না, সচেতনতা বাড়াতে হবে: বিনীত
জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে তৈরি COVID-19 হাসপাতাল পরিদর্শন করে সন্তুষ্ট কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ দলের প্রধান বিনীত জোশি জানান, ‘‘কম সময়ে এখানে বেশ ভালোই পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷ বাকি তথ্য হাসপাতালের থেকে নেওয়া হবে ৷ সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই কিছু বলা সম্ভব ৷ রিলিফ সেন্টডারে যে 50টি পরিবার রয়েছে, তারাও ব্যবস্থাপনা ও পরিষেবা নিয়ে সন্তুষ্ট ৷’’ রাজ্যে এসে এক সপ্তাহ কেটে গিয়েছে ৷ বিগত সপ্তাহ থেকে কোনও পরিবর্তন লক্ষ্য করেছেন কি না প্রশ্ন করা হলে তিনি জানান, এখনই কিছু বলা সম্ভব নয় ৷ পরিদর্শন শেষে সম্পূর্ণ রিপোর্ট তৈরির পরই এই বিষয়ে বলা যাবে ৷’’ রাজ্যে লকডাউন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান বিনীত বলেন, ‘‘লকডাউনে আরও উন্নতি করা সম্ভব ৷ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন ৷ এখনও অনেক জায়গায় লকডাউন মানা হচ্ছে না , মানুষ মাস্ক পরছেন না বা সামাজিক দূরত্ব ঠিকমতো মানছেন না ৷’’ দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য অধিকর্তার থেকে এখনও কোনও জবাব পাননি বলে জানান তিনি ৷ অন্যদিকে কেন্দ্রীয় দলের আসা নিয়ে রাজ্যের মন্ত্রীদের প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না ৷