ভাঙন রুখতে ডায়মন্ডহারবারে পালিত হল অরণ্য সপ্তাহ - অরণ্য সপ্তাহ
রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ ৷ মাটির ক্ষয় রোধে, বাঁধ মজবুত করতে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাতেও চলছে বৃক্ষরোপণ ৷ শনিবার সকালে ডায়মন্ডহারবার পৌরসভার উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ৷ সঙ্গে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ এদিন বৃক্ষরোপণে হাত লাগান মহাকুমাশাসক সুকান্ত সাহা, ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার সহ বিশিষ্টরা ।