Omicron and Covid Terror in West Bengal : লাগামছাড়া আনন্দ কী ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে ? কী করণীয় আমাদের জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ - করোনা রুখতে ডাক্তারি পরামর্শ
রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ ৷ চিন্তার কারণ হয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ৷ এ হেন পরিস্থিতিতে চিন্তায় বিশেষজ্ঞরা ৷ সংক্রমণের বাড়বাড়ন্তে ভ্রুক্ষেপ নেই বেশিরভাগ মানুষের ৷ উৎসবের মেজাজে অনেকেই ভুলতে বসেছেন মারণ ভাইরাসের বিস্তৃতি ৷ সামাজিক দূরত্ব তো দূর অস্ত ৷ মুখে মাস্কের লেশমাত্র নেই ৷ কোনও রকম করোনা বিধি না মেনেই চলছে পিকনিক, নাচানাচি ৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের (doctors advice on covid) ? জানালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সত্যজিৎ বসু ৷