জামুড়িয়ায় ওলটাল মারুতি গাড়ি, আহত 3 - জামুড়িয়ায় উল্টাল মারুতি গাড়ি
মোটর সাইকেলকে ধাক্কা মেরে উলটে গেল একটি মারুতি গাড়ি । জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কে সাতগ্রাম মোড়ের ঘটনা । দুর্ঘটনার জেরে আহত হয় তিনজন । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়ি ও মোটর সাইকেলটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।