কাজে করতে পারছেন না? সরকারের কাছে ক্ষমতা চাইলেন সাধন পান্ডে - ASANSOLE SABALA MELA
স্বনির্ভর গোষ্ঠী তৈরির ক্ষেত্রে স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না মন্ত্রী সাধন পান্ডে? শনিবার আসানসোলে সবলা মেলা উদ্বোধন করতে এসে তাঁর আক্ষেপের সুর ঝরে পড়ে । যদিও বারবার বলতে গিয়েও তিনি থেমে গিয়ে প্রসঙ্গ পালটে ফেলেন। কিন্তু স্পষ্ট বোঝা গেল গোষ্ঠী বা গ্রুপ তৈরির ক্ষেত্রে কোথাও একটা বিভ্রান্তি আছে । বলেন, "একটা বাধা আছে। শুধু জানি না এই বাধাটা কেন? জাগো প্রকল্পে প্রায় দশ লাখ গ্রুপ । মহিলাদের সংখ্যা এক কোটি পেরিয়ে যাবে। আমি আরও এক কোটি মহিলাকে এই সুযোগ দিতে চাইছিলাম। আমি দুঃখিত। আমি এটা পারিনি। গ্রুপ তৈরির ব্যাপারে বিভ্রান্তি রয়েছে। রাজ্য সরকার আমাকে ক্ষমতা দিক যে আমি গ্রুপ তৈরি করতে পারব। আমি গ্রুপ তৈরি করতে পারলে এক কোটিকে দু'কোটি করব।"