VIP বলার জায়গা নেই, বিদেশ থেকে এলে টেস্ট করান : মুখ্যমন্ত্রী - কলকাতা
"সবার কাছেই আমি একটা অনুরোধ করব এখানে VIP বলার জায়গা নেই । আমার ঘরেও যে নিয়ম পালন করা হবে, আপনার ঘরেও সেই নিয়মই অনুসরণ করা হবে । যাঁরা বিদেশ থেকে আসছেন তাঁদের আমি বলব, নিজেদের একটা করে টেস্ট করান ।" আজ এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না করে কোরোনা সংক্রামিত হওয়া যুবকের পরিবারের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি । যুবক ও তাঁর পরিবার বিষয়টি গোপন করায় তাঁদের দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক বলেন । বলেন, "নিজেরা সেল্ফ স্টেটমেন্ট দিয়ে বলছেন আমি ভালো আছি, কিন্তু আমি মনে করি আপনাদের আলাদা করে আইসোলেট করে রাখা উচিত । সে ক্ষেত্রে বাড়িতেও আপনি আলাদা করে থাকতে পারেন । আর যদি দেখেন উপসর্গ দেখা দিয়েছে, অথচ আপনি দায়িত্বহীনভাবে ঘুরে বেড়ালেন তাতে আরও পাঁচ হাজার লোকের কাছে রোগটা ছড়িয়ে গেল । এর থেকে অবিবেচক কাজ আর কিছুই হতে পারে না । " উল্লেখ্য, গতকালই রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ।