ধূমপান বন্ধ করতে হাসপাতালে অভিযান - হাসপাতালে অভিযান ধূমপান বন্ধ করতে
ধূমপান নিয়ে কড়া নির্দেশ জারির পর এবার সেই নির্দেশ অনুসারে পদক্ষেপ নিল নদিয়া জেলা স্বাস্থ্য দফতর । আজ নদিয়া জেলার টোবাকো কন্ট্রোল রানাঘাট মহাকুমা হাসপাতালে অভিযান চালায় । আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা হাসপাতাল চত্বরে ধূমপান করছেন তাদের জরিমানা করা হয় এই অভিযানের মধ্য দিয়ে । মূলত সরকার এবং স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিভিন্ন সরকারি জায়গায় ধূমপান নিষিদ্ধ করে দেওয়া হয় । আইনকে অমান্য করলে জরিমানা নির্দেশ জারি করা হয় । তা সত্ত্বেও দেখা যায় আইন না মেনে নিয়মিত ধূমপান করেন সাধারণ মানুষ । মূলত সেই নির্দেশিকাকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ বলে জানান নদিয়া জেলা স্বাস্থ্য দফতরে প্রতিনিধি দল । তাঁদের দাবি ভবিষ্যতেও একই ভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে ।