পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টুসুর সুরে কোরোনা মুক্তির আহ্বান - COVID-19

By

Published : Jan 14, 2021, 2:36 PM IST

Updated : Jan 14, 2021, 4:38 PM IST

"কোরোনা তুই যা না, মুখে মাস্ক বেঁধে করি বন্দনা", টুসু গানের সুরে উঠে এল কোরোনা নিয়ে সচেতনতা । কুলটির মিঠানি গ্রামের বিশিষ্টজন সুধীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 50 বছরের বেশ সময় ধরে চলছে কুর্মি সম্প্রদায়ের টুসু পুজো । সুধীরবাবু মারা গেলেও তাঁর পরিবারের লোকেরা বাঁচিয়ে রেখেছেন ঐতিহ্য । পৌষ মাস জুড়ে চলে টুসু পুজো । টুসু গানে মূলত সমাজব্যবস্থা, মানুষের ছোটখাটো দুঃখ কষ্টের কথা উঠে আসে। থাকে সচেতনতা বার্তা। মহামারির এই সময় টুসু গানে উঠে এল কোরোনা। কোরোনা মুক্ত হোক বিশ্ব। টুসুর সুরে সুরে এমনই আরাধনা করলেন মিঠানির বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা ।
Last Updated : Jan 14, 2021, 4:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details