পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Hooghly : মুরগির চার পা ! অবাক ব্যবসায়ী - hen

By

Published : Sep 29, 2021, 2:17 PM IST

আচ্ছা, একটা মুরগিতে যদি চারটে লেগ পিস পাওয়া যায় তাহলে কেমন হবে ? অবাক হচ্ছেন তো ! তবে বাস্তবে এমনটাই ঘটেছে ৷ এমন চার পেয়ে মুরগির দেখা মিলল চুঁচুড়ার খরুয়া বাজারে ৷ মাংস বিক্রেতা স্বপন সরকার জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা করলেও একটি মুরগির চারটি পা হতে পারে এরকম কখনও দেখেননি বা শোনেননি ৷ তবে বিরল হলেও একটি মুরগির চারটে পা থাকার ঘটনা একেবারে অস্বাভাবিক নয় ৷ এটা জিনগত বা ক্রোমোজোমের ত্রুটির কারণে হয় ৷ জানান চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক জয়জিৎ মিত্র ৷

ABOUT THE AUTHOR

...view details