পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অবশেষে চালু বাস পরিষেবা, খুশি যাত্রীরা - bus service is on

By

Published : May 13, 2020, 3:31 PM IST

কলকাতা ও শহরতলিতে সরকারি বাস বাড়ানো হল । রাজ্য পরিবহন দপ্তরের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায় হাওড়া-গড়িয়া , হাওড়া-কামালগাজি, হাওড়া-ঠাকুরপুকুর, হাওড়া-নিউ টাউন-সহ কলকাতার মোট 13 টি রুটে সরকারি বাস চলছে । আজ হাওড়া বাস স্ট্যান্ডে সকাল থেকেই যাত্রীরা বাসে চেপে গন্তব্যস্থানে পৌঁছান । বাসের চালকরা জানিয়েছেন প্রতি বাসে মোট 20 জন করে যাত্রীকে বসার অনুমতি দেওয়া হচ্ছে । একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের বাসে বসার অগ্রাধিকার দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details