হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওলটাল বাস, আহত কমপক্ষে 40 - রাজাপুর থানা
16 নম্বর জাতীয় সড়কের খলিশানিতে উল্টে গেল যাত্রীবাহী বাস । আহত কমপক্ষে 40 জন । এর মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি হাওড়ার রাজাপুর থানা এলাকার । ঘটনার পরেই পালিয়ে যায় বাসের চালক ও খালাসি । স্থানীয় সূত্রে খবর, দিঘা থেকে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ফিরছিল 15 জন বাচ্চাসহ 70 জনের একটি দল । খলিশানি কালীতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় । আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে । খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ এবং উলুবেড়িয়া ট্র্যাফিক পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল ও গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যায় । প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুটি ক্রেনের সাহায্যে বাসটি তোলা হয় ।