পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অকারণে বেরোনো যুবকের পিছনে পুলিশের ধাওয়া - police take steps in covid period

By

Published : May 29, 2021, 10:38 PM IST

চলছে কার্যত লকডাউন ৷ বিনা কারণে বেরোলেই আটক করছে বর্ধমান থানার পুলিশ ৷ আজ সকালে অভিযানে নেমে এক যুবককে পুলিশ রাস্তায় ঘোরাফেরা করতে দেখে ৷ তাঁকে পুলিশের গাড়িতে উঠতে বলে ৷ কিন্তু পরেই ওই যুবক নজর এড়িয়ে দে দৌড় ! তাঁকে ধরতে পিছনে ধাওয়া করতে থাকে আরও কয়েকজন পুলিশ ৷ পরে অবশ্য পালিয়ে যাওয়া যুবককে নাগালে পায়, গাড়িতে তোলে পুলিশ ৷ ওই যুবকের বক্তব্য, পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই প্রাণভয়ে দৌঁড়াতে থাকি ৷

ABOUT THE AUTHOR

...view details