পাট ও ডোকরা শিল্পের ছোঁয়া আলমগঞ্জ বারোয়ারির মণ্ডপে - বর্ধমান
69 তম বর্ষে বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির থিম 'কলসি ভরা সোনালি ফসল' ৷ পাটশিল্প ও ডোকরা শিল্পকে বাঁচিয়ে রাখতেই এই ভাবনা উদ্যোক্তাদের ৷ প্লাস্টিক বর্জনের পাশাপাশি পাটজাত দ্রব্যের ব্যবহার যাতে বাড়ে, তা তুলে ধরার জন্যই এই থিমের উপর মণ্ডপসজ্জা করেছেন পুজো উদ্যোক্তারা ৷ দেখে নিন ভিডিয়োয়...