Mahismari Village Flood : নদীবাঁধ ভেঙে প্লাবিত মহিষমারি গ্রাম, সর্বস্ব খুইয়ে স্কুলে ঠাঁই 10টি পরিবারের - Mahismari Village Flood
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব ও অমাবস্যার কোটালের জেরে গঙ্গাসাগরের মহিষামারি গ্রামে ভাঙল নদীবাঁধ (Broken river dam causes flood in mahismari village of gangasagar) । মহিষামারি গ্রামে হুগলি নদীর মোহনা সংলগ্ন এলাকায় প্রায় 5 কিলোমিটার জুড়ে নদীবাঁধ ভেঙে এলাকায় প্রবেশ করছে নোনাজল (Mahismari Village Flood) । ইতিমধ্যে পঞ্চায়েত ও সিভিল ডিফেন্সের কর্মীরা সাধারণ মানুষকে সরানোর কাজে হাত লাগিয়েছে । প্রায় 10টি পরিবার সর্বস্ব হারিয়ে ঠাঁই নিয়েছেন মহিষামারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে । আতঙ্কিত গ্রামবাসী রাত জেগে নদীবাঁধ পাহারা দিচ্ছে ৷