Police Stops Mann Ki Baat Programme : করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে চন্দননগরে বন্ধ হল ‘মন কি বাত’-এর সম্প্রচার - Mann Ki Baat was Stopped in Chandannagar for Violating Covid Rules
কোভিডবিধি উলঙ্ঘন করে জমায়েতের অভিযোগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান বন্ধ করল চন্দননগর কমিশনারেটের পুলিশ (Broadcast of Mann Ki Baat was Stopped in Chandannagar for Violating Covid Rules) ৷ যে ঘটনাকে কেন্দ্র করে চন্দননগর পৌরসভার 26নং ওয়ার্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ যেখানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন ৷ তাঁর বিরুদ্ধেও কোভিডবিধি ভাঙার অভিযোগ তুলেছে পুলিশ (Dilip Ghosh Allegedly Violates Covid Rules) ৷ যা নিয়ে পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ হয় ৷ এ নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার বানচাল করতে পুলিশ ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে ৷