এবার 'সিটি অফ লিটারেচার' কলকাতা
কলকাতাকে এবার সিটি অফ লিটারেচার-এর তকমা দিতে চলেছে ব্রিটিশ কাউন্সিল । কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে একথা জানানো হয়েছে । লন্ডনের সঙ্গে কলকাতার একটি মউ-ও স্বাক্ষর হবে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতার ইতিহাস সংরক্ষণ করা হবে । বাংলা সাহিত্যেও লন্ডন সম্পর্কে বহু তথ্য রয়েছে সেই তথ্যগুলি ব্রিটিশ কাউন্সিল সংগ্রহ করবে । বাংলার বিখ্যাত লেখকদের লেখা ইংরেজিতে অনুবাদ করবে ব্রিটিশ কাউন্সিল ।