Gathering Fair In Purulia: করোনাবিধি উড়িয়ে হাজার মানুষের জমায়েত মেলায় - করোনাবিধিকে হেলায় উড়িয়ে হাজার মানুষের জমায়েত মেলায়
পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় চলছে মেলা। তার মধ্যে মাঘ মাসে শেষ মেলাটি হয় পুরুলিয়ার জয়পুর থানা এলাকার আঘরপুরে। এই মেলাতে সব রেকর্ড ছাপিয়ে গেল ভিড় (Gathering Fair In Purulia)। মেলায় উপস্থিত দর্শকদের মতে, এবছর সব মেলার চেয়ে বেশি ভিড় হয়েছে আঘরপুরে। কেউ কেউ বলছেন, মেলায় প্রায় 50 হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। ছিল না কোনওরকম সামাজিক দূরত্ব বা করোনাবিধি। এবিষয়ে জয়পুরের বিধায়ক নরহরি মাহাত বলেন,"মেলার অনুমতি তো দেওয়া উচিত নয়, রাজ্য সরকার এক্ষেত্রে দ্বিচারিতা করছে। বিজেপি যদি এখনই কোনও মিটিং-মিছিল করে তাহলে তাদের কেস দেওয়া হয়। অথচ মেলায় এত ভিড়ে করোনা হয় না।"
TAGGED:
Gathering Fair In Purulia