Picnic At Kanksha: কোভিডবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পিকনিক কাঁকসায় - প্রশাসনিক নিয়ম অমান্য করে পিকনিক কাঁকসায়
রাজ্যজুড়ে সোমবার থেকে শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। সরকারি নিয়ম অমান্য করে কাঁকসার বনকাটি পঞ্চায়েতের অধীনস্থ দেউল পার্কের রিসর্ট খোলা থাকতে দেখা গেল (Picnic At Kanksha)। সোমবার সকাল থেকে রিসর্ট ভাড়া করে চলছে পিকনিক। এছাড়াও দেউলের পিকনিক স্পটে চলছে ডিজে। যদিও প্রশাসনিকভাবে রবিবার পিকনিক স্পটের চতুর্দিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তার পরেও সেই ব্যারিকেড ভেঙ্গে মানুষজন অবাধে প্রবেশ করেছে। মাস্কহীন বহু মানুষের সমাগমও হয়েছে সেখানে।
TAGGED:
Picnic At Kanksha