সৌরভের সম্মতি নিয়েই চাপের কথা বলেছিলেন ওই বাম নেতা : ব্রাত্য - সৌরভ ঘনিষ্ঠ বাম নেতা
সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে দেখতে এসে বাম নেতা অশোক ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছিল মহারাজকে । তার কারণে অসুস্থ হয়ে পড়েন । সেই প্রসঙ্গে আজ ব্রাত্য বসু বলেন,"তিনি সৌরভ ঘনিষ্ঠ বাম নেতা । নিশ্চয় সৌরভের সম্মতি নিয়েই চাপের কথা বলেছেন ।" পাশাপাশি নানাভাবে বিজেপিকে আক্রমণ করলেন ব্রাত্য বসু । সদ্য বিজেপিতে যোগ দেওয়া দলীয় প্রাক্তনদের প্রসঙ্গে তিনি বলেন,"অযোগ্যের লোভ ও উচ্চাশায় দল ছেড়েছে ।