দাঁতনে উদ্ধার বালতি ভর্তি বোমা - দাঁতন থানা
রাজ্যজুড়ে হিংসার পরিবেশ ৷ তার মধ্যে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অন্তর্গত দাঁতন দু নম্বর ব্লকের সন্তোষপুর এলাকা থেকে উদ্ধার হল বালতি ভর্তি বোমা ৷ বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে ৷ পরে দমকল ও বম্ব স্কোয়াড এবং পুলিশ , এলাকার একটি ফাঁকা মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ৷ তবে এই বোমা কোথা থেকে এল, কে বা কারা রেখেছে তা এখনও স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছে দাঁতন থানার পুলিশ ৷