মধ্যরাতে ভাটপাড়ার বুড়ি বটতলায় ব্যাপক বোমাবাজি, আতঙ্কে এলাকাবাসী - ভাটপাড়ার বুড়ি বটতলায় ব্যাপক বোমাবাজি
বুধবার ভোররাতে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল ভাটপাড়া থানার স্থিরপাড়া বুড়ি বটতলায় । ব্যবসায়ী অমর মণ্ডল ও তাঁর ভাই অসিত মণ্ডলের বাড়ির সামনে পরপর সাতটি বোমা মারে দুষ্কৃতীরা । বোমার স্প্রিন্টারে অমরবাবুর ঘরের জানলার কাঁচ ভেঙে যায় ৷ ঘরের ভিতর লোহার টুকরো ঢুকে পড়ে । আর এক ব্যবসায়ী রঞ্জিত চৌধুরীর বাড়ির সামনেও বোমাবাজি করে দুষ্কৃতীরা । সেখানে পাঁচটি বোমা ফাটলেও, একটি ফাটেনি । পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করেছে । ঘটনায় অভিযুক্ত তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ।