কুলটির লছিপুরে তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড - Asansol
কুলটি থানার লছিপুর এলাকায় ঝোপঝাড়ের মধ্যে থেকে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারাই একটি প্রাচীরের পাশে একটি প্লাস্টিক ব্যাগে ওই বোমাগুলো দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে আসে। কিন্তু পুলিশ বোমাগুলো উদ্ধার করতে পারেনি। পরে আজ বিকেলে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি উদ্ধার করে এবং সেগুলিকে নিস্ক্রিয় করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কুলটি) ওমর আলি মোল্লা বলেন, ঝোপঝাড়ের মধ্যে কি ভাবে বোমাগুলো এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । ভোটের আগে ভয় দেখানোর জন্য এমন কাজ করা হতে পারে বলে মনে করা হচ্ছে । ঝাড়খন্ড সীমান্ত পেরিয়ে বোমাগুলি এসেছে না স্থানীয় লোকেদের বানানো, তা নিয়ে তল্লাশি চলছে । আজ বিকেলে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি ফাটিয়ে নষ্ট করে দেয় ।