পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাড়িকে জাতীয় পতাকার রং-এ রাঙিয়ে বিপাকে বোলপুরের ব্যবসায়ী - বোলপুর বাড়ি

By

Published : Sep 13, 2020, 7:52 AM IST

দেশভক্তি জাহির করতে আস্ত বাড়িকে জাতীয় পতাকার রং-এ রাঙিয়ে ফেললেন বোলপুরের সিয়ান মুলুকের ব্যবসায়ী কামরুল আলি । শুধু তাই নয়, দেওয়ালে আঁকা হয় অশোকচক্রও । বিষয়টি নজরে আসতেই জাতীয় পাতাকা অবমাননা করার জন্য ওই রং মুছে ফেলার নির্দেশ দেন বোলপুর থানার IC । পুলিশের নির্দেশে সেই রং মোছার কাজ শুরু করেন কামরুল ।

ABOUT THE AUTHOR

...view details