পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kali Puja: দশমীর সাত দিন পর নিয়ম মেনে বোল্লা রক্ষাকালীর কাঠামো পুজো

By

Published : Oct 22, 2021, 9:38 PM IST

কাঠামো পুজোর মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুরের বোল্লা রক্ষাকালী পুজোর সূচনা হল শুক্রবার ৷ আজ সকালে মন্দির সংলগ্ন পুকুর থেকে বিসর্জন দেওয়া বোল্লা রক্ষাকালীর কাঠামো তোলা হয় এবং তা দুধ দিয়ে পরিশোধন করা হয় ৷ এর পর সেই কাঠামো পুজো করেন পুরোহিত ৷ কাঠামো পুজোর এক সপ্তাহ পরে প্রতিমা তৈরির কাজ শুরু করবেন মৃৎ শিল্পী ৷ বোল্লা রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে চারদিনের মেলাও বসে সেখানে ৷ তবে, করোনা সংক্রমণের জেরে সেই মেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details