বকখালির সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির মৃত ডলফিন - ভেসে এল মৃত ডলফিন
আজ সকালে বকখালির সমুদ্র সৈকতে ভেসে উঠল মৃত ডলফিন । এদিন তা দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান বহু পর্যটক । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ফ্রেজারগঞ্জ থানার পুলিশ ও বনদফতরের আধিকারিকরা । মৃত ডলফিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান বনদফতরের কর্মীরা । তাঁরা জানান, এই পূর্ণবয়স্ক ডলফিনটি আনুমানিক প্রায় 15 ফুট লম্বা । যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ।