belur water logging : টানা বৃষ্টিতে বেলুড়ের রাস্তায় চলল নৌকা - টানা বৃষ্টিতে বেলুড়ের রাস্তায় নৌকা
একটানা ভারী বর্ষণে জলে ভাসল বেলুড়ের একাংশ ৷ বেলুড়ের বিধানপল্লি এলাকায় প্রায় কোমর সমান জল । জল ঢুকেছে ঘরেও । জমা জলে চলাচলের সুবিধার জন্য রাস্তায় নামল নৌকা । বিধানপল্লীর পাশাপাশি জল জমেছে পঞ্চাননতলা রোড, রামচরণ শেঠ রোড, চার্চ রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, ও রামরাজাতলা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ৷ বেলুড় স্টেশনে রেলের আন্ডারপাস জলমগ্ন ৷ বেলুড়ের একপ্রান্তে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের নিশ্চিন্দা অঞ্চল, উল্টোদিকে বালি বিধানসভা কেন্দ্রের রেল স্টেশন রোড অঞ্চল ৷ রাতভর বৃষ্টিতে দুই অঞ্চলের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ৷