পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে হাওড়া-আমতা রোডে অবরোধ - বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

By

Published : Dec 16, 2020, 3:00 PM IST

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ঘন্টাখানেক ধরে হাওড়া-আমতা রোড অবরোধ করলেন স্থানীয়রা । মঙ্গলবার সকালে বালিটিকুরি বাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন ঘোষ পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, দীর্ঘ 45 বছর ধরে তাঁদের যাতায়াতের প্রধান রাস্তা বেহাল হয়ে রয়েছে। স্থানীয় 49 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ একাধিক আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনও রকম সংস্কারের পদক্ষেপ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে । ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন এলাকাবাসীরা । প্রায়দিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে স্থানীয় মানুষজনকে । এছাড়া বেশ কিছু জায়গায় এখনও জমিতে জল জমা হয়ে রয়েছে । ফলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ । স্থানীয়দের বক্তব্য, বাধ্য হয়েই আজ তাঁরা পথ অবরোধ করেছেন । সমস্য়ার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details