পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

গিরিশপার্কে অর্জুন সিংকে কালো পতাকা - Girishpark

By

Published : Aug 30, 2020, 8:35 PM IST

BJP সাংসদ অর্জুন সিংকে কালো পতাকা দেখালেন তৃণমূল সমর্থকরা ৷ ঘটনাটি ঘটেছে কলকাতার গিরিশপার্ক এলাকায়৷ সাংসদকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি হয়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ গিরিশপার্কে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অর্জুন সিং ৷ উত্তর কলকাতা জেলার BJP নেতা যশবন্ত সিং বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তৃণমূল উসকানি দেয় । আমাদের সাংসদকে কালো পতাকা দেখানো হয় । ’’

ABOUT THE AUTHOR

...view details